হরিশ্চন্দ্রপুরে পিকআপ ভ্যান ও বাইকের সংঘর্ষে গুরতর আহত ৪

Harischandrapur,chanchal,malda
হরিশ্চন্দ্রপুর

হরিশ্চন্দ্রপুর, ১৪ অক্টোবর :পিকআপ ভ্যান ও বাইকের  সংঘর্ষে গুরুতর জখম হলেন ৪ জন। সোমবার বিকেলে ৫ টা নাগাদ ঘটনাটি ঘটে হরিশ্চন্দ্রপুর থানার কুশিদা গ্রাম পঞ্চায়েতের কাপাইচন্ডি সড়ক এলাকায়। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয় কাপাইচন্ডী এলাকায়।
গুরুতর জখম ২ বাইক আরোহী বর্তমানে কুশিদা গ্রামীণ  হাসপাতালে চিকিৎসাধীন। অপর এক বাইক আরোহীকে আশঙ্কাজনক অবস্থায় চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থান্তরিত করা হয়েছে বলে খবর।  ঘটনার জেরে বেশ কিছুক্ষণ  তুলসীহাটা -কুশিদা রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
[আরও পড়ুনঃ

মালদার রতুয়া দূর্গাপুর গ্রামে নদীতে স্নানে নেমে মৃত্যু হলাে কিশােরের।]

স্থানীয় সূত্রে খবর, এদিন মুর্শিদাবাদ এলাকার এক ফেরিওয়ালা ফেরি করে বাইকে করে কুশিদার দিকে যাচ্ছিলেন। কাপাইচন্ডি এলাকায় এক   পিকআপ ভ্যান বাইকটিকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রন হারায়। সেই সময় পিছন  দিক থেকে আসা পিকআপ ভ্যানটি  বাইকটিকে সজরে ধাক্কা মারে। গুরুতর জখম হন বাইক চালক সহ আরো ৩ জন। স্থানীয় বাসিন্দারা জানান দুই বাইক আরোহী ও গ্রামের আরও দুজন আহত হয় এই ঘটনায়। আহতদের  উদ্ধার করে কুশিদা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। আহতদের নাম জানা যায়নি জানান স্থানীয়রা।
পুলিশ সূত্রে খবর, পিকআপ ভ্যান চালক পলাতক ও গাড়িটি রায়গঞ্জ এলাকার।
পরে বাইক ও পিকআপ ভ্যানকে হরিশ্চন্দ্রপুর থানায় নিয়ে যায় পুলিশ।
পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান হরিশ্চন্দ্রপুর থানার আধিকারিক সঞ্জয় কুমার দাস।
Previous Post Next Post