ভীন রাজ্যের সাংস্কৃতি পশ্চিমবঙ্গে আমদানি হচ্ছে। ফের গণপিটুনির ঘটনা ঘটল রাজ্যে। এবার ঘটনাটি ঘটেছে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ৩৪ নম্বর জাতীয় সড়কে। কাজ সেরে বাড়ি ফেরার পথে এলাকায় চোর সন্দেহে দুই যুবককে গণপিটুনি দেয় উন্মত্ত হায়েনার দল।
জানা গিয়েছে, আহতদের নাম হাইউল শেখ ও সালাম শেখ। এরা কালিয়াচক থানার সুজাপুরের বাসিন্দা। আহতদের থেকে জানা গিয়েছে, মালদহ শহরে কাজ করতে এসেছিল তারা। কাজ সেরে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সুজাপুরের গাড়ি ধরার জন্য জাতীয় সড়কে দাঁড়িয়েছলে তারা। সেই সময় হঠাৎ উন্মত্ত হায়েনার দল তাদের দুইজনকে চোর অপবাদ দিয়ে গণধোলাই দিতে শুরু করে। যদিও স্থানীয়দের তৎপরতায় তাদেরকে উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।এই ঘটনার খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
