আর বিনামূল্যে নয়, আজ থেকেই জিও নম্বর থেকে অন্য নেটওয়ার্কে কল করলেই লাগবে অতিরিক্ত চার্জ। বুধবার জিও’র পক্ষ থেকে এক ঘোষণা বার্তায় এই নির্দেশিকা জারি করা হয়। এদিকে জিও কোম্পানির হঠাৎ এমনই ঘোষণায় রীতিমতো অস্বস্তিতে পড়েছে জিওর গ্রাহকরা। যদিও জিও থেকে জিও, কিংবা ল্যান্ড লাইন ও ইনকামিং কলের উপর এই নয়া নিয়ম প্রযোজ্য হবে না বলে জানান হয়েছে।
জানা গেছে, আজ থেকে জিও থেকে এয়ারটেল কিংবা ভোডাফোনে কল করতে গেলে প্রতি মিনিটে লাগবে ৬ পয়সা। অবশ্য, কোম্পানির তরফে গ্রাহকদের জন্য অল্প রিচার্জে অতিরিক্ত কথা বলার মতো চমকপ্রদ অফারের কথাও জানান হয়েছে।
জিও’র দাবি, বিগত তিন বছরে ভোডাফোন, এয়ারটেল ও আইডিয়াকে ইন্টারকানেক্ট ইউসেজ চার্জ হিসাবে ১৩,৫০০ কোটি টাকা দিতে হয়েছে। তাই সেই টাকা উদ্ধারের লক্ষেই মূলত কলিং’এর ক্ষেত্রে চার্জ কাটার সিদ্ধান্ত নিয়েছে জিও।
জানা গেছে, আজ থেকে জিও থেকে এয়ারটেল কিংবা ভোডাফোনে কল করতে গেলে প্রতি মিনিটে লাগবে ৬ পয়সা। অবশ্য, কোম্পানির তরফে গ্রাহকদের জন্য অল্প রিচার্জে অতিরিক্ত কথা বলার মতো চমকপ্রদ অফারের কথাও জানান হয়েছে।
জিও’র দাবি, বিগত তিন বছরে ভোডাফোন, এয়ারটেল ও আইডিয়াকে ইন্টারকানেক্ট ইউসেজ চার্জ হিসাবে ১৩,৫০০ কোটি টাকা দিতে হয়েছে। তাই সেই টাকা উদ্ধারের লক্ষেই মূলত কলিং’এর ক্ষেত্রে চার্জ কাটার সিদ্ধান্ত নিয়েছে জিও।