![]() |
| স্বামী ও স্ত্রী |
এতদিন বিভিন্ন ক্ষেত্রে নারী নির্যাতনের খবর উঠে এসেছে সংবাদ শিরোনামে। কিন্তু এবারে পুরুষ নির্যাতনের অভিযোগ উঠল ৪ মহিলার বিরুদ্ধে। এই নির্যাতন সহ্য করতে না পেরে সোশ্যাল মিডিয়ায় অত্যাচারের কথা উল্লেখ করে এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়ে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন ওই যুবক।
এরাজ্যের মালদহ জেলার বুড়াবুড়িতলা এলাকার রবিবার দুর্গাপূজোর অষ্টমীতে চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, স্ত্রী এবং শ্বশুরবাড়ির লোকের মানসিক নির্যাতন এবং অত্যাচার সহ্য করতে না পেরে রেললাইনে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন এক যুবক। পুলিশ জানিয়েছে মৃত যুবকের নাম রাহুল ঘোষ (২২)। বাড়ি বুড়াবুড়িতলা এলাকায়।
আরও জানা গিয়েছে, স্ত্রী প্রিয়াঙ্কা এবং তার মা ও আরও দুই বোন রাহুলের ওপর নানানভাবে মানসিক ও শারীরিক নির্যাতন শুরু করে। খেতে না দেওয়া, মারধর করা এইরকম নানাভাবে দিনের পর দিন রাহুলের উপর নির্যাতন চালানো হয়।
এরপরই সেই নির্যাতন সহ্য করতে না পেরে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছে ওই যুবক বলেই অভিযোগ দায়ের হয়েছে সংশ্লিষ্ট থানায়।
এরপরই সেই নির্যাতন সহ্য করতে না পেরে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছে ওই যুবক বলেই অভিযোগ দায়ের হয়েছে সংশ্লিষ্ট থানায়।
এই ঘটনায় মৃত যুবকের বাবা সত্য ঘোষ তার পুত্রবধূ প্রিয়াঙ্কা সরকার, মা মিনতি সরকার এবং আরও দুই মহিলা ঝুমা সরকার ও টুম্পা সরকারের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এদিকে, অষ্টমী রাত এগারোটার সময় ওই যুবকের আত্মঘাতী হওয়ার ঘটনার পর ক্ষিপ্ত হয়ে ওঠেন পাড়া–প্রতিবেশীরা। চার্চপল্লী এলাকায় অভিযুক্তদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। এরপরে অভিযুক্তরা ওই এলাকা থেকে পালিয়ে যায় বলে অভিযোগ।
