![]() |
| মালদা মেডিকেলে |
মেলা থেকে বাড়ি ফেরার পথে শেয়ালের হামলায় জখম হল এক ব্যাক্তি। মঙ্গলবার গভীর রাতে মালদা থানার পোঁপড়া সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে। গুরুতর জখম অবস্থায় ওই ব্যাক্তি বর্তমানে মালদা মেডিকেলে চিকিৎসাধীন।
[আরও পড়ুনঃ
হরিশ্চন্দ্রপুরে পিকআপ ভ্যান ও বাইকের সংঘর্ষে গুরতর আহত ৪
জানা গিয়েছে আহত ব্যাক্তির নাম বরুন রবিদাস (৪৫)। বাড়ি পুরাতন মালদার যাত্রাডাঙা পঞ্চায়েতের মেহেরপুর গ্রামে। পেশায় তিনি শ্রমিক। মঙ্গলবার রাতে পোঁপড়ায় লক্ষীপুজোর মেলায় গিয়েছিলেন। মেলা শেষে একা রাতে বাড়ি ফিরে আসছিলেন। পোঁপড়া পেরিয়ে ফাঁকা জঙ্গলের রাস্তায় একদল শেয়াল তার উপর হামলা চালায়। শেয়ালের কামড়ে আক্রান্ত হয় সে। পরে পথচারীরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। জখম গুরুতর থাকায় তাকে মালদা মেডিক্যালে স্থানান্তর করে চিকিৎসকেরা। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে তার। গোটা বিষয়টি জানানো হয়েছে বনদপ্তর কে। বিষয়টি খতিয়ে দেখছে বনদপ্তর।
