হরিশ্চন্দ্রপুরের বেজপুরা গ্রামে একটি মোরগ এর দাম 10 হাজার টাকা। অবাক করা কান্ড


বেজপুরা জাহাঙ্গীর হোসেনঃ-এটি একটি অবাক করা কান্ড একটি মোরগ এর দাম হল 10000 টাকা। কি বিশ্বাস হচ্ছে না এটাই সত্যি মুরগির দাম হয়তো বাজার মূল্য 200 টাকা সেই মুরগির দাম হল 10000 টাকা। এমনটাই অবাক করা কান্ড ঘটে গেল হরিশ্চন্দ্রপুর ২নং
ব্লকের বেজপুরা গ্রামে। শনিবার সকালে হারুন নামে এক ব্যক্তি একটি মোরগ ধরে জবাই করতে গেলে, মইনু নামে এক ব্যক্তি এসে বাধা দেয়। দুজনেরই মধ্যে ঝামেলা সৃষ্টি হয়। দুই ব্যক্তির ওই দাবি মোরগটি আমার। তাদের গন্ডগোল শুনে গ্রামবাসীরা আস্তে আস্তে  জমায়েত হতে থাকে।

 হারুন ও মইনু এই দুইজনের মধ্যে একজন হঠাৎ করে বলে উঠে তোমার মুরগি থাকলে আমি তোমাকে 5 হাজার টাকা পুরস্কার দিব। অপর ব্যক্তি  তার প্রস্তাবে রাজি হয়ে যায়। হারুন ও মইনু দুজনেই 5000 করে গ্রামবাসীর কাছে জমা করে। আর বলা হল মোরগটি রাস্তার মধ্যে ছাড়া হবে এবং যার বাড়ি যাবে সেই হবে মোরগের মালিক। ঠিক তাই হলো মোরগটি রাস্তায় ছাড়া হল অবশেষে মোরগটি ছাড়া মাত্রই মইনু নামে ব্যক্তির বাড়ি গিয়ে ঢুকে যায়। কথামতো মইনু হলো মোরগের আসল মালিক ও যে টাকা গ্রামবাসীর কাছে জমা ছিল সেই টাকার মালিক।
Previous Post Next Post