মালদা হরিশ্চন্দ্রপুরের শ্রমিক ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত এক

Chanchal news,bangla news,hcpur,malda
মালদা হরিশ্চন্দ্রপুরের শ্রমিক ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত এক

হরিশ্চন্দ্রপুর; ভিন রাজ্যে কাজ করতে গিয়ে বিদ্যুত্‍স্পৃষ্ট হয়ে প্রান হারালেন এক শ্রমিক।জানা গেছে মৃত শ্রমিকের বাড়ি মালদা হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের বরুই গ্রাম পঞ্চায়েতে অন্তর্গত বিদ্যানন্দ পুর গ্রামে।
 পরিবার সূত্রে জানা গিয়েছে, পার্শ্ববর্তী রাজ্য বিহারের রাজধানী পাটনাতে একটি ফলের জুসের দোকানে তিনি কাজ করতেন। গত মঙ্গলবার বিদ্যুত্‍স্পষ্ট হয়ে ঘটনা স্থলেই তিনি মারা যান ।মৃত ব্যক্তির স্ত্রী, বছর পাঁচেকের একটি মেয়ে ও সত্তর বছরের বৃদ্ধা বিধবা মা রয়েছেন।

মালদহের হরিশ্চন্দ্রপুরের রায় বাড়ির দুর্গাপুজো প্রায় সাড়ে তিনশ বছরের পুরনো।পুজো শুরু হয়েছিল ভিঙ্গল থেকে।

  
মৃত শ্রমিকের নাম মহবুল হক(৩৪)।মৃতুর সংবাদ আসতেই পরিবার, আত্মীয়স্বজন ও গ্রামবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।মৃতুর খবর পেতেই তার পরিবারের লোকজনদের সাথে দেখা করতে ছুটে যান বরুই গ্রাম পঞ্চায়েতের প্রধান সোনামনি সাহা ।গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে তার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান ও তার স্ত্রীর বিধবা ভাতা দ্রুত চালু করার আশ্বাস দেন ।

মালদার হরিশ্চন্দ্রপুরে ছেলেধরা সন্দেহে গণধোলাই পাঁচজন যাযাবর 


শনিবার মৃত মহবুল হকের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাত্‍ করেন হরিশ্চন্দ্রপুর- ২ নং ব্লকের নারী ও শিশু কল্যাণ সমিতির কর্মাধ্যক্ষ মর্জিনা খাতুন।এদিন মৃত মহবুল হকের পরিবারকে চাল, ডাল, কাপড় ও নিজস্ব অর্থভান্ডার থেকে আর্থিক সহায়তা প্রদান করেন।তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিধবা ভাতা, কৃষক বন্ধু প্রকল্পের দুই লক্ষ টাকা ও সমব্যাথী প্রকল্পের টাকা পাইয়ে দেওয়ার আশ্বাস দেন।



Previous Post Next Post