হরিশ্চন্দ্রপুরে: মালদহের হরিশ্চন্দ্রপুরের রায়
বাড়ির দুর্গাপুজো প্রায় সাড়ে তিনশ বছরের পুরনো।এই রায়বাড়ির আদি পুজো
শুরু হয়েছিল ভিঙ্গল থেকে।এই পুজো প্রতিষ্ঠা করেন জমিদার ভজোমোহন রায়। তার
মৃত্যুর পর রায় বাড়ির পুজো ১৯২৮ সালে প্রতিষ্ঠিত করেছিলেন রাম প্রসন্ন
রায়।যিনি রাজ্যসভার সাংসদ ছিলেন। বর্তমানে পরিবারের সদস্যরা দেশ-বিদেশে
ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন।পুজোতে তারা দেশ বিদেশের যেখানেই ছড়িয়ে-ছিটিয়ে
থাকেন না পুজোর চারটে দিন সকলে ফিরে এসে বাড়িতে আনন্দ উত্সব মেতে উঠেন।এই
রায় বাড়ির পুজো বৈষ্ণব মতে হয়। কোন বলিপ্রথা প্রচলন নেই এবং বসত বাড়ির
পাশে পরিবারের একটি চণ্ডীমণ্ডপ রয়েছে, সেখানে নবমীর দিন পুজো অনুষ্ঠিত
হয়।সেখানে পরিবার ও গ্রামের লোক মিলে অংশগ্রহণ করে |
![]() |
মালদহের হরিশ্চন্দ্রপুরের রায় বাড়ির দুর্গাপুজো প্রায় সাড়ে তিনশ বছরের পুরনোচাঁচল ব্লক কংগ্রেসের বিভিন্ন দাবিতে বিদ্যুৎ দপ্তরে স্মারকলিপি প্রদান। |
