চাঁচল শালাবাবু কে ডেকে মারধরের অভিযোগ উঠল জামাইদার বিরুদ্ধে

শালাবাবু কে বাড়িতে ডেকে মারধর করে ছিনতাইয়ের অভিযোগ উঠল জামাইদার বিরুদ্ধে
       

শালাবাবুকে বাড়িতে ডেকে মারধর করে ছিনতাইয়ের অভিযোগ উঠল ভগ্নিপতির বিরুদ্ধে। শালাবাবুকে বাড়িতে ডেকে মারধর করে ছিনতাইয়ের অভিযোগ উঠল জামাইদার বিরুদ্ধে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে চাঁচল থানার



মালদা হরিশ্চন্দ্রপুরের শ্রমিক ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত এক




বিস্টুপুর গ্রামে। জানা গেছে আক্রান্ত শালাবাবু কে প্রথমে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় অবস্থা সঙ্গীন থাকাই পরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে। আক্রান্ত শালাবাবুর নাম তজমূল হক (২৫)। জানা গিয়েছে, জামাইদা সালাম শেখ তজমূলকে বাড়িতে ডেকে মারধর করে মোবাইল ও নগদ ৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। রবিবার সকালে চাঁচল থানায় মৌখিকভাবে অভিযোগ দায়ের করা হয়েছে।



মালদহের হরিশ্চন্দ্রপুরের রায় বাড়ির দুর্গাপুজো প্রায় সাড়ে তিনশ বছরের পুরনো।পুজো শুরু হয়েছিল ভিঙ্গল থেকে।

Previous Post Next Post