মালদা,নার্সদের চেঞ্জ রুমে গোপনে মোবাইলে ছবি তুলতে গিয়ে হাতেনাতে ধড়া পড়ল এক যুবক

মালদাঃ নার্সদের চেঞ্জ রুমে গোপনে মোবাইলে ছবি তুলতে গিয়ে হাতেনাতে ধড়া পড়ল এক যুবক। রবিবার রাতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মাতৃমা বিভাগে ঘটনাটি ঘটেছে। ধৃতকে নাতেনাতে ধরে ইংরেজবাজার থানার পুলিশের হাতে তুলে দেয়। ঘটনায় মালদা মেডিকেলের পক্ষ থেকে ইংরেজবাজার থানায় অভিযোগ জানালে ঘটনার তদন্তে নামে পুলিশ।

হরিশ্চন্দ্রপুরের রহমতপুর ট্রাক্টরের ধাক্কায় মৃত হল এক মাদ্রাসার ছাত্র

মালদা মেডিকেলে এমন ঘটনা প্রথমবার ঘটার পরেই কতৃপক্ষের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়া উদ্যোগ নেওয়া হয়েছে। মেডিকেলের নার্সদের প্রতিটি চেঞ্জ রুমে পরিবর্তন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই বিষয়ে মালদা মেডিকেলের এমএসভিপি অমিত কুমার দাঁ বলেন, এই ধরনের ঘটনা বিকৃত মস্তিষ্কের মানুষ করে থাকে। আমরা তাকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছি। পুলিশ ঘটনার তদন্ত করছে।
Previous Post Next Post