কেন্দ্রীয় সরকারের প্রহসনমূলক আইন এন আর সি এবং সি এ বির বিরুদ্ধে এক বিশাল প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল।এই প্রতিবাদ মিছিল চাঁচল কলমবাগানে জমায়েত হয়ে বারগাছিয়া, তরলতোলা চাঁচল ডেইলি মার্কেট হয়ে চাঁচল পোস্ট অফিস মোড়ে মহামিছিল শেষ হয়।এই প্রতিবাদ মিছিল উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌর চন্দ্র মন্ডল, তৃণমূল কিষাণ ক্ষেত মজুর ইউনিয়নের সভাপতি তাজমুল হোসেন, তৃনমূল নেতা ডঃ মোয়াজ্জেম হোসেন, তৃনমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হেমন্ত শর্মা, ও রতুয়ার বিধায়ক সোমর মুখাজি,রতুয়ার তৃনমূল নেতা তথা বিশিষ্ট সমাজসেবী মোহাম্মদ ইয়াসিন সহ তৃনমূল কর্মীরা ও আরো অনেকে।এই বিরোধী মিছিলে গৌর মন্ডল বলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সর্বদা এনআরসি এবং সি এ বি কালা আইনের বিরোধিতা করছেন। রাজ্যে কিছুতেই এই কালাকানুন লাগু হতে দেবেন না।
চাঁচল মহকুমা তৃনমূল কংগ্রেসের উদ্যোগে চাঁচলে এন আর সি এবং সি এ এ বিরুদ্ধে এক বিশাল প্রতিবাদ মিছিল
byMON VORA KOTHA
•
