চাঁচল মহকুমা তৃনমূল কংগ্রেসের উদ্যোগে চাঁচলে এন আর সি এবং সি এ এ বিরুদ্ধে এক বিশাল প্রতিবাদ মিছিল

কেন্দ্রীয় সরকারের প্রহসনমূলক আইন এন আর সি এবং সি  বির বিরুদ্ধে এক বিশাল প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিলএই প্রতিবাদ মিছিল চাঁচল কলমবাগানে জমায়েত হয়ে বারগাছিয়াতরলতোলা চাঁচল ডেইলি মার্কেট হয়ে চাঁচল পোস্ট অফিস মোড়ে মহামিছিল শেষ হয়এই প্রতিবাদ মিছিল উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌর চন্দ্র মন্ডলতৃণমূল কিষাণ ক্ষেত মজুর ইউনিয়নের সভাপতি তাজমুল হোসেনতৃনমূল নেতা ডঃ মোয়াজ্জেম হোসেনতৃনমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হেমন্ত শর্মা রতুয়ার বিধায়ক সোমর মুখাজি,রতুয়ার তৃনমূল নেতা তথা বিশিষ্ট সমাজসেবী মোহাম্মদ ইয়াসিন সহ তৃনমূল কর্মীরা  আরো অনেকেএই বিরোধী মিছিলে গৌর মন্ডল বলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সর্বদা এনআরসি এবং সি  বি কালা আইনের বিরোধিতা করছেন রাজ্যে কিছুতেই এই কালাকানুন লাগু হতে দেবেন না
Previous Post Next Post