এনআরসি এবং সিএএ’র বিরোধিতায় রাস্তায় নেমে প্রতিবাদ মিছিল করলো জেলা তৃণমূল কংগ্রেস। সোমবার দুপুর ১ টা নাগাদ মালদা শহরের বৃন্দাবনী মাঠ সংলগ্ন গান্ধী মূর্তির সামনে থেকেই শুরু হয় তৃণমূলের বিশাল রেলি। প্রায় দুই ঘণ্টা ধরে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রম করে মিছিল শেষ হয় রবীন্দ্র এভেনিউ এলাকার রবীন্দ্র মূর্তির কাছে।
চাঁচল থানার যুবক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ।
এদিনের এনআরসি ও সিএএ’র বিরোধিতার মিছিলে অংশ নিয়েছিলেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান তথা বিধায়ক নিহার ঘোষ, বিধায়ক সমর মুখার্জি, পুরসভার ভাইস-চেয়ারম্যান বাবলা সরকার, তৃণমূল কংগ্রেসের জেলার যুব সভাপতি অম্লান ভাদুরি। ছিলেন সংশ্লিষ্ট পুরসভা বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরেরা। যদিও ব্যক্তিগত কাজে জেলার বাইরে থাকার কারণে এদিনের মিছিলে অংশ নেননি দলের জেলা সভাপতি মৌসুম নূর।
এদিনের মিছিলের জেরে শহরে ব্যাপক যানজট তৈরি হয় । তবে যানজট পরিস্থিতি সামাল দিতে রাস্তায় নেমে পুলিশ ও প্রয়োজনীয় ভাবে তৎপরতার সাথে কাজ করে।
তৃণমূল বিধায়ক নিহার ঘোষ বলেন, বিজেপির কালাআইন মানুষ কোনভাবেই মেনে নিবে না। এনিয়ে দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গর্জে উঠেছেন। আর দলনেত্রীর সুরে সুর মিলিয়েছেন একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীরা। বিভিন্ন রাজ্য থেকে জেলা এনআরসি এবং সিএএ’র বিরোধিতায় প্রতিবাদের ঝড় উঠেছে । মানুষকে দুর্ভোগে ফেলে কেন্দ্রের বিজেপি সরকারের এই কালাআইনের প্রতিবাদ জানিয়ে এদিন একত্রিতভাবে মিছিল করা হয়েছে।
ইংরেজবাজার পুরসভার ভাইস চেয়ারম্যান বাবলা সরকার বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে গোটা বাংলা জুড়ে এনআরসি এবং সিএএ’র বিরোধিতায় প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ চলছে। তবে সবটাই হচ্ছে শান্তিপূর্ণভাবে। এদিনও মালদা শহরে শান্তিপূর্ণভাবে বিজেপি সরকারের নতুন এই কালআইনের বিরুদ্ধে রাস্তায় নেমে মিছিল করা হয়েছে।
