মালদায় আফগারি দপ্তরে পরীক্ষা দিতে এসে পুলিশের হাতে আক্রান্ত এক পরিক্ষাথী।

রবিবার সকাল থেকেই মালদা জেলাই আফগারি দপ্তরের পরীক্ষার জন্য। জেলাতে মােট ৩৯ টি স্কুলে এই পরীক্ষা নেওয়া হচ্ছে সকাল সাড়ে এগারােটা পর্যন্ত পরীক্ষার্থীদের পরীক্ষা হলে ঢােকার অনুমতি ছিল। মােথাবাড়ি থেকে আসা পরীক্ষার্থী সােনা পারভীনের।
কাগজপত্র অপ্রস্তুত থাকার কারণে ৫ মিনিট দেরি হয়।সে কারণে পরীক্ষার হলে ঢােকার জন্য
বারবার অনুরােধ করার কারণে ক্ষিপ্ত হয়ে যায়
মালদা ইংরেজবাজার থানার মহিলা সাব ইন্সপেক্টর শারিফা খাতুন বলে অভিযােগ।

 তারপর সেই পরীক্ষার্থী সােনা পারভীনকে বেধড়ক লাথি ও ঘুশি মারে সেই পুলিশ অফিসার। তারপর পরীক্ষার্থীর পরীক্ষার কাগজপত্র কেড়ে নিয়ে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় স্কুল ক্যাম্পাস থেকে। ঘটনাটি ঘটেছে মালদা গার্লস স্কুলে। অনেক অনুরােধের পরেও বসতে দেয়া হয়না পরীক্ষায়। পরীক্ষার্থী আরাে বলেন এই মারধরের প্রতিবাদে অভিযােগ জানাবেন মালদা ইংলিশবাজার থানায়। এদিকে সেখানেই ডিউটিরত অবস্থায় এক মহিলা পুলিশ কনস্টেবল নবাবী রায় ঘটনা সম্পর্কে বলেন। ৫ মিনিট দেরি হওয়ার কারণে পরীক্ষার্থীকে

পরীক্ষা হলে ঢুকতে দেওয়া হয়নি। পরীক্ষার্থীদের
ধাক্কাধাক্কিতে আহত হন এমনই অভিযােগ। এদিকে মালদা জেলার অতিরিক্ত পুলিশ সুপার জিজ্ঞাসায় বলেন সারা জেলাতে ৩৯ টি স্কুলে এই পরীক্ষা হচ্ছে কোথাও কোনাে অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

Previous Post Next Post