মালদা শহরের আয়োজিত হল বোনফোঁটা।বোনেদের দীর্ঘায়ু কামনায় এগিয়ে এলেন বোনেরা।

বোনেদের দীর্ঘায়ু কামনায় এগিয়ে এলেন বোনেরা। রাসপূর্ণিমায় মালদা শহরের মকদুমপুরের মালদার উঠোনে নামক পার্কে আয়োজিত হল বোনফোঁটা। বোনেদের কপালে ফোঁটা দিয়ে দীর্ঘায়ু কামনা করলেন বোনেরাই।

পঞ্জিকা অনুযায়ী তিথি দেখে আজ বোনফোঁটা পালন করা হয়



ভাইদের কপালে ফোঁটা দিয়ে ভাইদের দীর্ঘায়ু কামনা করা হয়। কিন্তু বোনেদের দীর্ঘায়ু কামনার জন্য কেন কোনও উৎসব নেই। এই ভাবনা থেকেই সোশ্যাল মিডিয়ায় বোনেফোঁটা দেওয়ার ইচ্ছে প্রকাশ করেন মালদা কলেজের অতিথি অধ্যাপিকা সুদেষ্ণা মৈত্র। তাঁর এই ডাকে সাড়া দেন শহরের প্রায় ৪০ বোনেরা। অবশেষে পঞ্জিকা অনুযায়ী তিথি দেখে আজ বোনফোঁটা পালন করলেন তাঁরা।
Previous Post Next Post