এগারো হাজার তারে বাল্ব লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু এক যুবকের। ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হলো মুর্শিদাবাদের সুতি থানার অরঙ্গাবাদে গ্রামে। মৃত ওই যুবকের নাম সুরাজ সিংহ(২৩)। তার বাড়ি জগতাই গ্রামে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।পুজোর আবহে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। ছবি ও তথ্য সৌজন্যে এনটিভি– পলাশ সিং