এবার এক দেশ, এক কার্ড হতে চলেছে। বিশেষ সূত্রের খবর, আগামী শীতকালীন অধিবেশনে এই নিয়ে বিল পাস করাতে পারে মোদী সরকার। বর্তমানে আধার, প্যান, ভোটার কার্ড, রেশন, ড্রাইভিং লাইসেন্স সহ বিভিন্ন ধরণের কার্ড নিয়ে মানুষ জেরবার।
রোজ কিছু নতুন নিয়মের জন্য লাইন দিয়ে সংশোধন। তাই উন্নত দেশগুলির মতো এবার একটাই কার্ডে সব পরিষেবা দিতে বদ্ধপরিকর কেন্দ্রীয় সরকার। এই পরিষেবা চালু হলে কি সুবিধা হবে? কমেন্টে জানান আমাদের।
