চাঁচল শহরের ট্রাফিক মোড়ে হায় মাস্ট লাইট মেরামত করার জন্য...

ছবিটি প্রতীকী 

চাঁচল শহরের ট্রাফিক মোড়ে হায় মাস্ট লাইট মেরামত করে জ্বালানোর আবেদন জানালেন মালদা জেলা যুব কংগ্রেস  । চাঁচল মহকুমা শহরের প্রাণকেন্দ্রে যে আকাশ চুম্বি হাই স্মার্ট লাইটটি  আছে সেটি বেশ কিছুদিন ধরেে খারাপ হয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। লাইট বন্ধ থাকার ফলে শহরের প্রধান ব্যস্ততম এলাকা অন্ধকার হয়ে থাকছে ।


চাঁচল গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা কিশোরের



ফলে সাধারণ পথচলতি মানুষের ও ব্যবসায়ীদের  অসুবিধা হচ্ছে। এই সমস্যার সমাধান না হলে আগামী  দুর্গাপূজায় জনসাধারণকে আরও সমস্যায় পড়তে হতে পারে। তাই জনস্বার্থে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অতিসত্বর হাই স্মার্ট লাইট টি মেরামত বা নতুন লাগানোর জন্য  সাধারণ মানুষের সুবিধার্থে আজকে মালদা জেলা যুব কংগ্রেস এর পক্ষ থেকে চাঁচল এর SDO, BDO ,PRODHAN কে মেরামত করার জন্য আবেদন জানাই
তথ্য স্বরূপ:আবু বক্কর সিদ্দিক


রতুয়া বানভাসি দুটি গ্রাম পঞ্চায়েত, ঘর ছারা প্রায় আট হাজার পরিবার।


Previous Post Next Post