চাঁচল, ২৫ সেপ্টেম্বরঃ গঙ্গা আর ফুলহার দুই নদীর জলে প্লাবিত রতুয়া ১ ব্লকের মহানন্দাটোলা এবং বিলাইমারি এই দুটি গ্রাম পঞ্চায়েত এলাকা। এই দুই গ্রাম পঞ্চায়েতে ভোররাত থেকে জল ঢুকে প্রায় সব এলাকায় জল থৈথৈ করছে।
এরমধ্যে টানা বৃষ্টিতে আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে এলাকায় ।বন্যায় প্লাবিত প্রায় আট হাজার পরিবার।প্লাবিত স্বাস্থ্যকেন্দ্র, স্কুল, শিশু শিক্ষাকেন্দ্র, হাট বাজার। এমনকি জল ঢুকে পড়েছে ত্রাণ শিবিরেও। বুধবার সকাল থেকেই মানুষ আশ্রয়ের খোঁজে, তুলনামূলক উঁচু জায়গা বা বাঁধের ওপরে ঠাঁই নিয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে এদিন সেখানে যান বিডিও সহ ব্লক প্রশাসনের একটি দল। ত্রাণেরও ব্যবস্থা করা হয়েছে। পুজোর আগে দুটি পঞ্চায়েত এলাকা প্লাবিত হয়ে যাওয়ায় চিন্তায় জেলা প্রশাসন।