গৃহবধূ খুনে অভিযুক্তদের গ্রেফতারের দাবি , থানায় বিক্ষোভ বাসিন্দাদের (ntvwb 7/8)
==========================
চাঁচল:-গৃহবধূ খুনে অভিযুক্তদের গ্রেফতারের দাবি , থানায় বিক্ষোভ বাসিন্দাদের # গৃহবধূ আনসারি বিবির খুনের ৫দিন পেরিয়ে গেলেও অভিযুক্তরা এখনও অধরা | অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে বুধবার মালদহের চাঁচল থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন ওই গৃহবধূর পরিবারের সদস্য ও তার গ্রামের বাসিন্দারা | গৃহবধূর পরিজনদের ও বাসিন্দাদের দাবি , খুনের ঘটনার ৫ দিন অতিক্রান্ত হতে চলেছে |
অভিযুক্তদের কাউকেই পুলিশ এখনও গ্রেফতার করতে পারেনি | অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করতে হবে | পুলিশ জানায় , অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে | গৃহবধূর পরিজনদের অভিযোগ , পণের জন্য ওই গৃহবধূকে পিটিয়ে খুন করে তার স্বামী , শাশুড়ি সহ দুই দেওর | মাত্র ৬ মাসের কন্যা সন্তানকে প্রতিবেশীর আঙিনায় ফেলে রেখে অভিযুক্তরা পালিয়ে যায় | ওই থানা এলাকার বীরস্থলী গ্রামের শনিবারের ঘটনা | ওই গৃহবধূর বাবার বাড়ি ওই গ্রাম থেকে প্রায় ৪ কিমি দূরে নেহালপুরে |( ছবি ও তথ্য : দেবাশিস ঘোষ , চাঁচল )
==========================
চাঁচল:-গৃহবধূ খুনে অভিযুক্তদের গ্রেফতারের দাবি , থানায় বিক্ষোভ বাসিন্দাদের # গৃহবধূ আনসারি বিবির খুনের ৫দিন পেরিয়ে গেলেও অভিযুক্তরা এখনও অধরা | অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে বুধবার মালদহের চাঁচল থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন ওই গৃহবধূর পরিবারের সদস্য ও তার গ্রামের বাসিন্দারা | গৃহবধূর পরিজনদের ও বাসিন্দাদের দাবি , খুনের ঘটনার ৫ দিন অতিক্রান্ত হতে চলেছে |
অভিযুক্তদের কাউকেই পুলিশ এখনও গ্রেফতার করতে পারেনি | অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করতে হবে | পুলিশ জানায় , অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে | গৃহবধূর পরিজনদের অভিযোগ , পণের জন্য ওই গৃহবধূকে পিটিয়ে খুন করে তার স্বামী , শাশুড়ি সহ দুই দেওর | মাত্র ৬ মাসের কন্যা সন্তানকে প্রতিবেশীর আঙিনায় ফেলে রেখে অভিযুক্তরা পালিয়ে যায় | ওই থানা এলাকার বীরস্থলী গ্রামের শনিবারের ঘটনা | ওই গৃহবধূর বাবার বাড়ি ওই গ্রাম থেকে প্রায় ৪ কিমি দূরে নেহালপুরে |( ছবি ও তথ্য : দেবাশিস ঘোষ , চাঁচল )
Share on Whatsapp