কনুয়া বাজারে টোটো উল্টে জখম টোটো চালক।


 একটি টোটো কনুয়া স্ট্যান্ডে উল্টে যায় টোটো তে কেউ ছিল না শুধু ড্রাইভার ছিল। টোটো চালকের বাড়ি ভালুকা নাম রাজা হরিজন টোটো চালকের একটি পা নেই একটি পা নিয়ে টোটো চালায় তাতে তার সংসার চলে। আজ সকালে তিনি 6 জন প্যাসেঞ্জার নিয়ে ভাড়া মারতে যায়। রীতিমতো ভাড়া মেরে বাড়ির পথে রওনা হন। রাস্তার মাঝে কনুয়া বাজারে তার টোটো ব্যালেন্স হারা হয়ে উল্টে যায়।

 কারো কোন জখম হয়নি তবে টোটো চালকের সেই কাটা পায়ে প্রচুর আঘাত লাগে। স্থানীয় দোকানদাররা টোটো চালক কে সাইডে করে তার পরিবারকে খবর দেন। খবর পেয়ে তার পরিবারের লোকজন বাড়ি থেকে রওনা হন।






Share on Whatsapp
-----------
Previous Post Next Post