🌸AADHAR CARD ও RATION CARD LINK🌸
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
RATION CARD এর সাথে AADHAR CARD এর LINK করার পদ্ধতি জেনে নিন।
👉👉👉1st : প্রথমে রাজ্য সরকারের খাদ্য দপ্তরের ওয়েবসাইট খুলুন https://www.food.wb.gov.in/#
👉👉👉 2nd :WEBSITE এর উপরে বাঁদিকে RATION CARD অপশনে ক্লিক করুন । যে অপশনগুলি আসবে তাতে APPLY ONLINE ক্লিক করুন। এরপর যে অপশনগুলি আসবে তাতে APPLY FOR UPDATION OF MOBILE NUMBER AND AADHAR CARD FOR ALREADY EXISTING RATION CARD (FORM11) ক্লিক করুন।
👉👉👉3rd : এরপর নতুন একটি WINDOW খুলবে। আপনার RATION CARD এ যে মোবাইল নম্বরটি লিঙ্ক করা আছে সেটি দিতে হবে এবং GET OTP তে ক্লিক করলে ওই মোবাইল নম্বরে একটি OTP আসবে।
👉👉👉 4th: এই OTP দিয়ে PROCEED করলে RATION CARD NUMBER এবং CATEGORY দেওয়ার জায়গা আসবে। এগুলি দিয়ে SEARCH করলে DETAILS দেওয়ার জায়গা আসবে । এখানে AADHAR CARD DATE OF BIRTH দিতে হবে । সঙ্গে নিজের ঠিকানাও দিতে হবে
👉👉👉5th: এরপর NEXT করে PROCEED অপশনে ক্লিক করলে আবার একটি OTP আসবে। এই OTP সাবমিট করলেই SUCCESS দেখাবে ।
#AADHAR_CARD_RATION_CARD_LINK
#AADHAR_CARD ও #RATION_CARD #আধার_কার্ড #রেশন_কার্ড










