বাংলাদেশ সীমান্তে আটক সন্দেহভাজন চিনা নাগরিক

 

মালদা, ১১ জুন: চিনা ভাইরাস নিয়ে যখন বিশ্বজুড়ে মহামারীর আবহে মানুষ আতঙ্কিত, ঠিক সেই সময় আতঙ্ক আরও বাড়াতে মালদায় সন্দেহভাজন এক চিনা নাগরিককে আটক করল বিএসএফ (BSF)। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে কালিয়াচক থানার ভারত বাংলাদেশ সীমান্তের মিরিক সুলতানপুর এলাকায়।

সূত্রের খবর, এ দিন সকাল ৬ টা নাগাদ সন্দেহজনকভাবে এক চিনা নাগরিককে ঘোরাফেরা করতে দেখে মিরিক সুলতানপুর গ্রামের মানুষেরা।তাদের সন্দেহ হওয়ায় বিএসএফ ব্যাটেলিয়নের জওয়ানদের খবর দেয়। এরপর এই চিনা নাগরিককে আটক করে বিএসএফ। খবর দেওয়া হয় পুলিশ কর্তাদের।

আটক চিনা নাগরিককের কাছ থেকে একটা ল্যাবটপ, তিনটে মোবাইল ও প্যাসপোর্ট পাওয়া গেছে। বিএসএফ ও রাজ্য পুলিশের গোয়েন্দা শাখার কর্তারা শুরু করেছে জেরা।

এদিকে স্থানীয় কিছু মানুষের অভিমত, মালদহের মিরিক সুলতানপুর এলাকাটি জালনোটের করিডোর হিসাবে পরিচিত।প্রতিনিয়ত এই করিডোর দিয়ে নানা অপরাধমূলক কাজের ঘটনা ঘটে চলেছে। ফলে গোয়ান্দাকর্তাদের অনুমান এই চিনা নাগরিকের মিরিক সুলতানপুরে সন্দেহজনকভাবে ঘোরার পিছনে কোনও অসৎ উদ্দেশ্য থাকলেও থাকতে পারে। চলছে তারই খোঁজ। ধৃতের নাম হান জুনুই। তাঁর কাছে নেই ভারতে আসার কোনও ছাড়পত্র।

Previous Post Next Post