প্লাস্টিকের চাল! গুজব ছড়াল মালদা শহরে।


মালদা, ১৩ই ডিসেম্বরঃ প্লাস্টিকের চাল! গুজব ছড়াল মালদা শহরে।একটি প্যাকেটের চাল কিনে রান্না করার পর এক যুবক অভিযোগ তোলেন সেই চাল প্লাস্টিকের।ইংরেজবাজার পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ পল্লীর বাসিন্দা সুপ্রিয় সাহা অভিযোগ তুলেছেন, প্যাকেটের চাল নিয়ে।

গাজোল মোড়ে ট্রাক থেকে ৩৯১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার দুই।

তিনি অভিযোগ করে বলেন, সর্বমঙ্গলা পল্লী এলাকায় একটি মল থেকে ১২৫ টাকা  কেজি দরে এক প্যাকেট চাল কিনে বাড়ি নিয়ে যান। সেটি রান্না করার পর তিনি লক্ষ করেন, ভাতের দলা হচ্ছেনা।তার সন্দেহ হলে সেই ভাত আগুনে পুড়িয়ে পরীক্ষা করেও দেখেন তিনি।
তিনি বলেন পুড়ানোর পর প্লাস্টিকের গন্ধ বেরোয় ভাত থেকে।  তিনি দাবি করেন যে চালের প্যাকেট কিনে নিয়ে এসেছিলেন তা প্লাস্টিকের চাল। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

২ লক্ষ টাকার জালনোটসহ গ্রেপ্তার করেছে এক পাচারকারীকে।

খবর জানতে পেরে ইংরেজবাজার পৌরসভার পুর প্রধান নিহার রঞ্জন ঘোষ বলেন, বিষয়টি সদর মহকুমা শাসককে জানানো হয়েছে। ইংরেজবাজার পৌরসভার পক্ষ থেকেও তদন্তের আশ্বাস দেন তিনি।
     এ বিষয়ে মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের সম্পাদক জয়ন্ত কুন্ডু বলেন, যদি এই ঘটনা ঘটে থাকে তাহলে ওই ব্যক্তির চাল ফেরত করে অন্য চালের প্যাকেট ফিরিয়ে দেওয়া উচিত। তিনি চালের প্যাকেট পরীক্ষা করার কথাও জানান তিনি।
    যদিও এ বিষয়ে ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুপ্রিয় সাহা পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেননি।
Previous Post Next Post