জীবনের ঝুঁকি নিয়ে রকমারি খেলা দেখাছেন ছোট একটি মেয়ে

মালদা: জীবনের ঝুঁকি নিয়ে ছোট একটি মেয়ে পথ চলতি মানুষকে দড়ির ওপর রকমারি খেলা ও প্রদর্শনী করে দর্শকদের নজর কাড়েন। লম্বা একটা  দড়ির উপর দিয়ে বিভিন্ন রকমের খেলা প্রদর্শন করে হাততালি যেমন কুড়াচ্ছেন বছর সাতেকের এক মেয়ে পুষ্পা নাগ। মানুষ খুশি হয়ে দিচ্ছেন টাকা পয়সা। কারন মানুষজনও জানেন এটাই তাদের জীবন জীবিকার মাধ্যম। ছত্রিশগড় রাজ্যের একটি গ্রাম থেকে ছুটে এসেছেন বাংলার এই মালদায়।

ভারতে ঢুকে পড়তে পারে কুখ্যাত জেএমবি তিন জঙ্গি, মালদায় জারি রেড অ্যালার্ট


 লোকজনও তাদের স্বতঃস্ফূর্ত ভাবে সহযোগিতা করছেন এবং খেলা দেখের পরে কিছু টাকা-পয়সাও দিয়ে যাছেন। বুধবার সকাল সকাল এই দৃশ্য দেখতে মালদা শহরের রথবাড়ির ব্যস্তময় এলাকায় ভীড় জমে। জানা গেছে, তাদের বাড়ির ছত্রিশগড়ে। তিনটি দল এই বাংলায় এসে এই ধরনের আকর্ষণীয় সুন্দর খেলা পরিবেশন করছেন। এই উপার্জনের মাধ্যমে জীবন-জীবিকা নির্বাহ করে থাকেন তারা। একসময় উপার্জন মোটামুটি হলেই ছত্তিশগড়ের বাড়ি ফিরে যাবেন বলে জানান পিংকী নাগ ও দলের সদস্যরা।
Previous Post Next Post