নেশা মুক্ত সমাজ গড়তে মালদায় মিছিল করলো পুলিশ প্রশাসন।

নেশা মুক্ত সমাজ গড়তে মালদার মিল্কী ফাঁড়ির উদ্যোগে মিছিল করলো পুলিশ প্রশাসন। এই মিছিলে পা মেলেন ছাত্র শিক্ষক ও গ্রামবাসীরা।
জানা গিয়েছে এলাকায় দিনের পর দিন বাড়ছে মদ জুয়া সাট্টা সহ একধীক বেআইনী কাজ। প্রতিদিন এই নিয়ে ফাঁড়িতে অভিযোগ আসছিল।এই নিয়ে একাধীকবার অভিযান চালানো হচ্ছে। গ্রামবাসীদের অভিযোগ দিনে দিনে অমৃতি মিল্কী সহ একাধীক জায়গার মানুষ নেশায় আশক্ত হচ্ছে। বাড়ছে এলাকায় বাড়ছে চুরি ছিনতাই ও দুস্কৃতি মূলক কাজকর্ম । বার বার অভিযোগ করে কমেনি এই কাজ। এদিন পুলিশ যে উদ্যোগ নিয়েছে তা খুব ভালে। ওসি মিল্কী ফাঁড়ি মনিরুল ইসলাম জানান,এদিন নেশা মুক্ত সমাজ গড়তে এলাকার মানুষ শিক্ষক ছাত্রদের নিয়ে ব্যানার প্লাকার্ড হাতে মিছিল করা হয়। অভিযান জারি থাকবে।
Previous Post Next Post