জমি সংক্রান্ত বিবাদের জেরে শ্বশুরকে খুনের অভিযোগ উঠল জামাইয়ের বিরুদ্ধে।


Video-Lalchan
   
চাঁচল;১২ সেপ্টেম্বর: জমি সংক্রান্ত বিবাদের জেরে শ্বশুরকে খুনের অভিযোগ উঠল জামাইয়ের বিরুদ্ধে। বুধবার রাতে চাঁচল থানার মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের দীঘা বসতপুর গ্রামে ঘটনাটি ঘটে। মৃত ব্যক্তির নাম রবিউল হোসেন (৬৫)। তাঁকে গলা কেটে খুন করার অভিযোগ উঠেছে জামাই মনসুর আলির বিরুদ্ধে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় চাঁচল থানার পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
 registerd now

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত মনসুরের বাড়ি চাঁচল থানার হাজাতপুর গ্রামে। মৃত রবিউলের সঙ্গে তার জমিসংক্রান্ত বিবাদ চলছিল। বুধবার সন্ধ্যায় মহরমের পরদিন বাসি কারবালা উপলক্ষে গ্রামের মাঠে লাঠিখেলার আসর ও মেলা বসেছিল। রবিউলের পরিবারের সদস্যরা সবাই মেলা দেখতে গিয়েছিলেন। শারীরিক অসুস্থতার জন্য বাড়িতে একাই ছিলেন রবিউল। মেলা থেকে ফিরে এসে পরিবারের সদস্যরা দেখেন গলার নলিকাটা অবস্থায় উঠোনে পড়ে রয়েছেন রবিউল। ঘটনার কথা জানাজানি হতেই ভিড় জমান স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে পাঠায়। বৃহস্পতিবার দেহটি মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। চাঁচল থানার আইসি সুকুমার ঘোষ বলেন, ‘ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। মৃতের পরিবারের অভিযোগ, জমি সংক্রান্ত বিবাদের জেরে জামাই মনসুর আলি খুন করেছে রবিউল হোসেনকে। অভিযুক্ত আপাতত পলাতক, তার সন্ধানে তল্লাশি শুরু হয়েছে।’
Previous Post Next Post