চাঁচলে ব্যবসায়ীর ঘর থেকে পাঁচ হাজার টাকা চুরি

চাঁচলে ব্যবসায়ীর ঘর থেকে পাঁচ হাজার টাকা চুরি
===========================
চাঁচল, ৮ অগাস্টঃ এক ব্যবসায়ীর শোয়ার ঘর থেকে ৫ হাজার টাকা ভরতি থলে ও দরকারি কাগজপত্র লুঠ  করে নিয়ে গেল চোর। বৃহস্পতিবার ভোররাতে চাঁচল থানার বারোগাছিয়ায় ঘটনাটি  ঘটেছে। ঘটনার তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ।
বারোগাছিয়ার বাসিন্দা আমির হোসেনের বাড়িতে এদিন হানা দেয় চোর। একতলা বাড়ির  সিঁড়ির টিনের ছাউনি কেটে ঢুকে পড়ে ওই দুষ্কৃতী। ঘরে তখন ওই ব্যবসায়ী,  তাঁর স্ত্রী ও শিশুসন্তান ঘুমোচ্ছিলেন। শোয়ার ঘরের দরজা খোলা পেয়ে ভিতরে  ঢুকে পড়ে চোরষ ড্রেসিং টেবিলের ড্রয়ারে একটি ছোটো থলেতে পাঁচ হাজার টাকা ও  দরকারি কাগজ ছিল। সেগুলি নিয়ে নেয় চোর। শব্দ পেয়ে ব্যবসায়ীর স্ত্রী  চিত্কার শুরু করলেও ততক্ষণে যে পথ দিয়ে এসেছিল, সেই পথ দিয়েই পালায় চোর। Courtesy:Uttarbangasambad Portal



Share on Whatsapp
Previous Post Next Post